বিএনপির রিজভী: শেখ হাসিনার আমলে বৃক্ষনিধন হয়েছে, উন্নয়ন নয়
- By Jamini Roy --
- 20 January, 2025
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বৃক্ষনিধন এবং পরিবেশ ধ্বংস করা হয়েছে, যা প্রকৃত উন্নয়ন নয়। ২০ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি নিম গাছের চারা রোপণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী তার বক্তব্যে জানান, দেশের প্রথম বনায়ন কর্মসূচি শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন, “শেখ হাসিনার সরকারের আমলে ‘উন্নয়নের’ নামে বৃক্ষনিধন করা হয়েছে, খাল ভরাট এবং নদী উজাড় করা হয়েছে। এসবের মাধ্যমে পরিবেশের ক্ষতি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ফ্যাসিবাদের কেন্দ্র, যেখানে সরকারের বিরোধিতা করার কোনো জায়গা ছিল না। আওয়ামী লীগ রাষ্ট্র এবং দেশের ব্যাপারে কোন কথা বলার সুযোগ দেয়নি।” রিজভী অভিযোগ করেন যে, স্বৈরাচারী সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়ে সত্যিকার আলোচনা এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হয়ে পড়েছিল।
রিজভী সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এখন সময় এসেছে সবার মধ্যে ন্যূনতম ঐক্য বজায় রাখার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক অনেক গভীর, সেখানে ফ্যাসিবাদের কেন্দ্র রয়েছে এবং সেখান থেকেই প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে।" তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করেছিল, তাদের পুনরায় উত্থান যেন না হয়, সেজন্য আমাদের সকলকে একজোট থাকতে হবে।"
তিনি শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বর্তমান সরকার কোনো অবস্থাতেই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারবে না, যদি না জনগণ ঐক্যবদ্ধ হয়। গণতন্ত্রের সুরক্ষার জন্য তিনি সকল বিরোধী দলের সমন্বয়ে একজোট থাকার প্রয়োজনীয়তার কথা জানান।